টোকিও অলিম্পিকে ‘নতুন স্বপ্ন’ বাংলাদেশের

36

 

ছয় অ্যাথলেটের মধ্যে কেবল রোমান সানাই অর্জন করেছেন টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা। এই তারকা আর্চারকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। টোকিও যাত্রার আগে বিওএর সংবাদ সম্মেলনের ব্যানারের স্লোগানে শোভা পেল সেই বার্তা-নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। আগামী ৮ আগস্ট পর্দা নামবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের। এ উপলক্ষে কয়েকধাপে টোকিওতে যাবে বাংলাদেশ দল।
১৮ সদস্যের দলে ৬ জন অ্যাথলেট। দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শুটার আব্দুল্লাহ হেল বাকি, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ ও স্প্রিন্টার জহির রায়হান। ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন সংবাদ সম্মেলেনে অনলাইনে যুক্ত হওয়া রোমান, বাকিরাও। টোকিওতে দেশের পতাকা থাকবে সাতারু আরিফুলের হাতে।