টোকিওতে জরুরি অবস্থার সময় বৃদ্ধি অলিম্পিক নিয়ে শঙ্কা

4

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাপানে করোনার বিধি-নিষেধ বাড়ানো হয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে চলতি মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে। টোকিও অলিম্পিক গেমসের তিন মাসের কম সময় বাকি থাকতে নিষেধাজ্ঞা বাড়ানোয় অলিম্পিক গেমস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানী টোকিওসহ চার প্রদেশে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বাকি তিন প্রদেশ ছিল- ওসাকা, হিয়োগো এবং কিয়োটো। গত ২৪ এপ্রিল থেকে এই জরুরি অবস্থা আগমাী ১১ মে পর্যন্ত বহাল থাকার কথা ছিল। এখন জরুরি অবস্থা থাকবে চলতি মাসের শেষ পর্যন্ত। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা নতুন করে আইচি এবং ফুকুওকাতেও জরুরি অবস্থা থাকবে বলে ঘোষণা দিয়েছেন।