টেস্ট শেখার চেয়ে জিততে হবে বেশি : মুমিনুল

32

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০ বছর পেরিয়ে গেলেও এখন থেকে বেশি টেস্ট জিততে হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘আমি আর শিখতে চাই না। আমরা গত ২০ বছর ধরে শিখছি। এখন যদি আরও ১০ বছর শিখতে হয়, তাহলে আমাদের ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এই শেখার পুরো প্রক্রিয়াটাই মূল্যহীন, যদি আপনি জিততে না পারেন।’
তিনি আরও বলেন, ‘আমাদেরকে দ্রæত শিখতে হবে এবং সেটা মাঠে করে দেখাতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি আমাদের র‌্যাংকিং বাড়াতে না পারি, তাহলে এই শেখা কিংবা অভিজ্ঞতার কোনো মানে নেই। আমাদের এখন টেস্ট ক্রিকেট শেখার চেয়ে জিততে হবে বেশি।’ উল্লেখ্য, নিউজিল্যান্ড থেকে ফিরে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই শ্রীলঙ্কায় উড়ে যেতে হবে বাংলাদেশ দলকে। যেখানে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে মুমিনুলের হকের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা।