টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা, ফিরলেন লিটন

8

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ শেষ। টি-টুয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম টাইগার্স। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে লাল বলের লড়াই। চট্টগ্রাম ও সিলেটে রয়েছে দুটি টেস্ট।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা। দ্রæতগতির এই পেসারের খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও টেস্ট স্কোয়াডে তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। বাবা হওয়ায় আগের সিরিজে লিটন দাস ছুটি নিয়েছিলেন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ফিরেছেন তিনি। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া আনক্যাপড মুশফিক হাসানও ফিরেছেন এবার। প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন দীপু, মুশফিক হাসান, নাহিদ রানা।