টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা দল

16

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর ক্রিকেট থেকে এক প্রকারে নির্বাসিত হয়ে পরেছিল পাকিস্তান। ছিলো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপর নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগেই সেই শ্রীলঙ্কার সাথেই ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলেছিলো পাকিস্তান। অপূর্ণতা ছিলো টেস্টের। সেই অপূর্ণতাকে পূর্ণ করতেই টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
১০ বছর পর টেস্ট হতে যাচ্ছে পাকিস্তানে। এই নিয়ে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে ইতোমধ্যেই।
শ্রীলঙ্কা দল এয়ারপোর্ট এসে পৌছালে কড়া নিরাপত্তার বলয়ে তাদের হোটেল নিয়ে যায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শ্রীলঙ্কার এই সফরকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অবহিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর।টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা দল