টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন আমির

17

টেস্ট ক্রিকেটকে গুডবাই বললেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। শুক্রবার এক বিবৃতিতে আমির এই ঘোষণা দিয়েছেন। সাদা পোশাক ও লাল বলের ক্রিকেট ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
২০০৯ সালে গলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মোহাম্মদ আমিরের। ২০১০ সালে লর্ডসে টেস্ট ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে হাজতবাসী হন এই পাকিস্তানি পেসার। শাস্তি কাটিয়ে ২০১৬ সালে ফিরেন টেস্ট ক্রিকেট দিয়েই। গত জানুয়ারিতে শেষবারের মত লম্বা পরিসরের এই ক্রিকেট ফরম্যাটে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেন আমির।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেওয়া বিবৃতিতে মোহাম্মদ আমির বলেছেন, ‘ক্রিকেটের সেরা ও ঐতিহ্যবাহী এই ফরম্যাটে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অবশ্যই সম্মানজনক। আমি টেস্ট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পূর্ণ মনোযোগ দিতে পারি।’
আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পাকিস্তান ক্রিকেটকে বিশ্ব দরবারে জাহির করাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আমি সম্ভাব্য সেরা শারীরিক অবস্থানে থেকে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আসন্ন সকল প্রতিযোগিতামূলক ম্যাচে ভাল খেলার চেষ্টা করব।’
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ১১৯টি উইকেট সংগ্রহ করেছেন আমির।