টেম্পু চালকের ওপর হামলার ঘটনায় মামলা

9

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য শ্রমিক মো. আবু হানিফের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা যায়, গত রোববার রাত ৯ টার দিকে কর্ণফ‚লী শাহ আমানত ব্রিজ সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে আবির, রুবেল, রাকিব, রফিকুল ইসলাম রবুর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী চাঁদা দাবি করলে টেম্পু চালক আবু হানিফ অস্বীকার করেন। এসময় তাকে রাম দা, হকিস্টিক, ছুরি ও দেশি অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মকভাবে আহত করা হয়। হানিফ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম তলার ২৫নং ওয়ার্ডের ২৬নং সিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ হোসেন ও সাধারণ সম্পাদক জানে আলম এক বিবৃতিতে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় শ্রমিকদের নিকট চাঁদা দাবি করে না পেলে তাদের উপর হামলা চালায়। নেতৃবৃন্দ বলেন, এভাবে সন্ত্রাসী কর্তৃক টেম্পু শ্রমিকদের নিকট চাঁদাবাজি অব্যাহত থাকলে যে কোনো সময় উক্ত রুটে টেম্পো চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ ঘটনায় বাকলিয়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে।