টেনিসে ফের অঘটন হেরে বাদ ওসাকা

2

 

দেশের মাটিতে স্বর্ণ জেতার স্বপ্ন নিয়েই অলিম্পিকে অংশ নেন নাওমি। টোকিও অলিম্পিকসের আনুষ্ঠানিক উদ্বোধনের মশালও জ্বালিয়েছিলেন তিনি। এরপর টেনিসের মেয়েদের এককে এগোচ্ছিলেন আলো ছড়িয়েই। কিন্তু খালি হাতেই থাকতে হলো নাওমি ওসাকাকে। অলিম্পিকে সোনা জেতার স্বপ্নটা পূরণ হলো না এই নারী টেনিস তারকার। গতকাল চেক রিপাবলিকের মারকেতা ভোন্দ্রæ সোভার বিপক্ষে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা নাওমি ওসাকা। প্রথম সেটে ১-৬ ব্যবধানে হারেন তিনি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর জন্য চালান আপ্রাণ চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত ৪-৬ ব্যবধানে হেরে বিদায় নেন ওসাকা।
ওসাকার বিদায়ে এখন অলিম্পিক টেনিসে আর রইলেন না শীর্ষ তিনের কেউই। প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন অ্যাশলি বার্টি। শনিবার বিদায় নিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। আর এদিন নিলেন নাওমি। ফলে র‌্যাঙ্কিংয়ের চারে থাকা এলিনা সভিতোলিনার সামনে এখন অলিম্পিক জয়ের সুবর্ণ সুযোগ।