টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ‘ডাকাত’ গ্রেপ্তার

6

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুক-রামদাসহ দুই রোহিঙ্গা ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে ১৬ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতরা উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তারা হলেন ওই শিবিরের বøক সি-এর বাসিন্দা খলিল আহমদের ছেলে সৈয়দ নুর (৩০) এবং ব্লক এ/৩-এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে জোবাইর (২৫)।
পুলিশ সুপার বলেন, পাহাড়ের পাদদেশে একদল ডাকাত সশস্ত্র অবস্থান করছে এমন খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি রাম দা পাওয়া গেছে।
মামলার পর গ্রেপ্তারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশর এই কর্মকর্তা। খবর বিডিনিউজের