টেকনাফের পাহাড়ে হাতির বাচ্চার মরদেহ উদ্ধার

10

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করেছেন হাতির শাবকের মৃতদেহ। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে গরু নিয়ে রাখালরা পাহাড়ে যান। এ সময় তারা একটি হাতির শাবক পড়ে থাকতে দেখেন। এরপর তারা বন বিভাগকে খবর দেন। পরে কক্সবাজার দক্ষিণ হোয়াইক্যং বন বিভাগের কর্মকর্তারা এসে দেখেন হাতির বাচ্চাটি মৃত।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা সরওয়ার আলম জানান, বন বিভাগ যে হাতির মৃত বাচ্চা উদ্ধার করেছে, তা সম্ভবত প্রসবের সময় মারা গেছে, না হয় মৃত বাচ্চা প্রসব করেছে মা হাতি। ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত বাচ্চা হাতির সামান্য দূরে তিনটি হাতি অবস্থান করছিল।