টি-২০ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে ভালো শুরুর অপেক্ষা

2

 

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারে টাইগারদের আত্মবিশ্বাসের পালে জোড় হাওয়াই লেগেছে। মানসিক ক্ষতও সৃষ্টি করেছে নিশ্চয়ই! তবে বাংলাদেশ এসব দ্রুত ভুলে যেতে চাইবে। ওমানে স্বপ্নের পথটা নিজেদের মতন সাজিয়ে আরো একধাপ এগিয়ে যেতে চাইবে মাহমুদউল্লাহ বাহিনী। তবে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এমন একটি দলের বিপক্ষে নামছেন সাকিব-রিয়াদরা যাদের সঙ্গে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচে দেখা হয়েছে মাত্র একবার। সেখানেই টাইগাররা হেরেছে ৩৪ রানের বড় ব্যবধানে। নেদারল্যান্ডের মাঠের সেই হারের শোধটাও তুলবে নিশ্চয়ই টাইগাররা। তবে বাংলাদেশকে ফেভারিট মানতে নারাজ স্কটিশরা। তারা টাইগারদের বিপক্ষেও দারুণ ক্রিকেট উপহার দিতে বধ্যপরিকর। ‘বি’ গ্রুপের স্কটল্যান্ড ছাড়াও পাপুয়া নিউ গিনি ও ওমানের বিপক্ষে লড়বে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
গ্রুপের সেরা দুই দলের একটি হতে পারলে পাবে সুপার টুয়েলেভের টিকিট। যদিও বরাবরের মতো ক্রিকেটের ছোট এই ফরম্যাটে একটু কাঁচা টাইগার ক্রিকেট। তবুও আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার ভেলায় কতদূর পৌঁছাবে বাংলাদেশ সময় বলে দিবে সব!