টি-১০ লিগে গেলেন আফিফ-মেহেদী

11

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল (সোমবার)। এই সিরিজ শেষ করেই টি-টেন খেলতে সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেন বাংলাদেশ দলের দুই অলরাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান।
বৃহস্পতিবার টি-টেন লিগ শুরু হবে। এর আগে বাংলাদেশ থেকে টি-টেন খেলতে গিয়েছেন নাসির হোসেন, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন ও সোহাগ গাজী।
গত ২৩ ডিসেম্বর টি-টেন লিগের ড্রাফট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ৬ জন দল পান। সোহাগ গাজী ড্রাফটে দল না পেলেও পরে সুযোগ পেয়েছেন। কারণ, ড্রাফটে সুযোগ পাওয়া তাসকিন আহমেদকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তাই তাসকিনের বদলে সোহাগ গাজীকে নিয়েছে দলটি। আফিফ ও মেহেদী খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন সোহাগ গাজী, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন। নাসির হোসেন খেলবেন পুনে ডেভিলসের হয়ে।