টি-টোয়েন্টি হলো ইনস্ট্যান্ট নুডলস

18

অর্জুনা রানাতুঙ্গার কথা উঠলে সবার আগে মনে পড়ে ১৯৯৬ গাদ্দাফি স্টেডিয়ামের ছবি। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর কাছ থেকে বিশ্বকাপ ট্রফি হাতে নিচ্ছেন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা অধিনায়ক। ছবিটা অক্ষয় হয়ে আছে ক্রিকেট ইতিহাসে। ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে রানাতুঙ্গার সবচেয়ে সুখের স্মৃতি রঙিন পোশাকের ক্রিকেটেই। টি-টোয়েন্টির আবির্ভাবের আগেই ক্যারিয়ার শেষ হওয়ায় ক্রিকেটের নয়া সংস্করণটা খেলেননি। এ নিয়ে অবশ্য কোনো আফসোস নেই শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ক্রিকেটের এই সংস্করণটা এমনিতেও অত পছন্দ নয় তাঁর। রানাতুঙ্গার কাছে টি-টোয়েন্টি হলো ধর-মার-কাট ক্রিকেট। যেটাকে তিনি তুলনা করেছেন তিন মিনিটে রান্না হওয়া ইনস্ট্যান্ট নুডলসের সঙ্গে। তাঁর কাছে বরং টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে ভালো।
বার্তা সংস্থা এএফপিকে কাল সেটিরই ব্যাখ্যা দিলেন রানাতুঙ্গা, ‘টেস্ট ক্রিকেট হলো মায়ের হাতে বানানো খাবার। অনেক যত্ন করে, সময় নিয়ে বানানো তা। অন্যদিকে টি-টোয়েন্টি হলো ইনস্ট্যান্ট নুডলস।’