টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্টোকস

5

বড় ম্যাচের বড় খেলোয়াড় তিনি। তা প্রমাণের কোনো কমতি রাখেননি। সামনে যখন আরও একটি বড় ইভেন্ট অপেক্ষা করছে, ঠিক তখনই দুঃসংবাদ দিলেন এই অলরাউন্ডার। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড। স্টোকস খোদ জানিয়েছেন, তাকে যেন বিশ্বকাপে দলে রাখার জন্য বিবেচনা করা না হয়। মূলত পুরোপুরি বোলিং ফিটনেস ফিরে পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। চাপের মুখে দারুণ এক ফিফটি হাঁকিয়ে ফাইনালের অন্যতম নায়ক ছিলেন স্টোকস। কিন্তু এরপর মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেন তিনি। দুটোই গত বছরের আইপিএলে। এবার অবশ্য আইপিএলে খেলছেন না এই অলরাউন্ডার। স্টোকসের পরিবর্তে বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করার সুযোগ পেতে পারেন লিয়াম লিভিংস্টোন।