টিকা নিলেন প্রধানমন্ত্রী

17

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে প্রধানমন্ত্রী টিকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন। এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহব্বান জানান এবং গত শনিবার (২৭ ফেব্রæয়ারি) দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত কোভিশিল্ড-এর ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেওয়া আরও ২০ লাখ টিকা। খবর বাংলা ট্রিবিউনের।