টিআরএফ ফাউন্ডেশনে কোটি টাকা দান করলেন রোটারিয়ানরা

32

রোটারি জেলা ৩২৮২ এর উদ্যোগে রোটারি ক্লাব অব চিটাগাং ইষ্টের আতিথেয়তায় গত শুক্রবার বিকালে চট্টগ্রাম ক্লাবে রোটারিয়ান পুষ্টিবিদ হাসিনা আকতার লিপির সঞ্চালনায় টিআরএফ প্রোগ্রাম চেয়ার অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে রোটারী ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৯০ জন রোটারিয়ান সম্মিলিতভাবে এক কোটি টাকা দান করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল একেএস পিডিজি মীর আনিসুজ্জামান ৫০ হাজার ডলার, সিলেট জালালাবাদ ক্লাবের প্রেসিডেন্ট ও প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ রোটা. ডাঃ জাকারিয়া হোসেন, জেলা গভর্ণর ও বিশিষ্ট শিল্পপতি ড. বেলাল উদ্দিন আহমেদ, চিটাগাং হেরিটেজ ক্লাবের সিপি বিশিষ্ট ব্যবসায়ী রোটা. আবু তৈয়ব প্রত্যেকে ১০ হাজার ডলার দানের মাধ্যমে এমডি খেতাব গ্রহণ করেন এবং ১২ জন এমপিএইচএফ এবং ৫৪ জন পিএইচএফ সহ ১৫ জন আরএফএসএম খেতাব অর্জন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত মানুষের জন্য বিভিন্ন খাতে সেবা প্রদান করে যাচ্ছে। বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে এনে দিয়েছে আমাদের মানবিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৫ বছর যাবত অসংখ্য কাজ করছে রোটারি। মাত্র ২৬.৫০ ডলার পুঁজি নিয়ে ‘রোটারি ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু। এ ফাউন্ডেশন ১.৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম অলাভজনক সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই অর্থ মূলত সারা বিশ্বের ১২ লাখের বেশি রোটারিয়ানের নিঃস্বার্থ দানের ফসল। প্রাণবন্ত সেমিনারে আলোচকবৃন্দ বিভিন্ন প্রেক্ষাপটে বক্তব্যের মাধ্যমে সবাইকে উৎসাহিত করার ফলশ্রæতিতে তাৎক্ষণিকভাবে রোটারিয়ানবৃন্দ এক কোটি টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ, জেলা ৩২৮১ এর জেলা গভর্ণর ইলেক্ট কর কমিশনার ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, জেলা ট্রেইনার পিডিজি শহীদ আহমেদ চৌধুরী, পিডিজি এম,এ আউয়াল, পিডিজি মীর আনিসুজ্জামান, পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, মিসেস শীরিন বন সহ আরো অনেকে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, ব্রা²ণবাড়িয়া, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রামসহ ৮০টা ক্লাবের ৫৫০ জন রোটারীয়ানের সরব উপস্থিতির মাধ্যমে সেমিনারে জ্ঞানগর্ভ আলোচনা, মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজন, আকর্ষণীয় র‌্যাফল ড্র সহ সুস্বাদু নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বিজ্ঞপ্তি