টিআইসিতে ‘চট্টলনামা’ প্রদর্শন কাল

42

আগামীকাল ৮ মার্চ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় এবং সন্ধ্যে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) এর লেকচার থিয়েটার মিলনায়তনে তির্যক নাট্যদল পরিবেশনা ‘চট্টলনামা’-র পরপর দু’টি মঞ্চায়ণ হবে। নৃত্য-গীত-বাদ্য ও অভিনয় সহযোগে চট্টগ্রামের লোকগানের নাট্যিক পরিবেশনা ‘চট্টলনামা’ টিআইসি-র সাথে তির্যক নাট্যদলের যৌথ প্রযোজনায় একটি নিরীক্ষামূলক নাট্যপ্রয়াস।
ইতোমধ্যে বিভিন্ন সময়ে নিরীক্ষাধর্মী নাট্যপ্রয়াস ‘চট্টলনামা’-র প্রদর্শনী হয়েছে। বর্তমানে নাটকটি ‘ইন্টিমেইট’ আঙ্গিকে বিনির্মিত হয়েছে। ‘চট্টলনামা’-র পরিকল্পনা ও প্রয়োগ ভাবনায় রয়েছেন আহমেদ ইকবাল হায়দার। নাটকের অগ্রিম টিকেট টিআাইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে। এই নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন রিপন বড়ুয়া, অমিত চক্রবর্ত্তী, মফিজুর রহমান, নুসরাত জাহান, ফারজানা ইসলাম টিনা, সুজিত চক্রবর্ত্তী, মাহবুবুল ইসলাম রাজিব, সালমা চৌধুরী, ফাতেমা কানিজ নাফিসা, রক্সি দেব তুলি ও সাইদুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি