টার্নিং উইকেটে রোমাঞ্চিত টার্নার

2

বাংলাদেশের টার্নিং উইকেটের খেলার রোমাঞ্চ ঘিরে ধরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার অ্যাশটন টার্নারকে। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেও, এরই মধ্যে সতীর্থদের কাছ থেকে এখানের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। যেখানে ১-৪ ব্যবধানে হেরে গেছে অসিরা। ক্যারিবীয় সফরে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচে খেলেছেন টার্নার। তার মতে, দুই দেশের উইকেট কাছাকাছি চরিত্রেরই হবে।
রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে সফরে এসে, এমন অনেক উইকেটেই খেলতে হবে, যেখানে স্পিন ধরে। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাব, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।’ টার্নারের মূল পরিচয় অবশ্য ব্যাটসম্যান। তবে স্পিন সহায়ক শেরে বাংলার পিচে ভালো করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিলেক্টরদের নজরে আসতে চান তিনি।