টানা বর্ষণে বাতিল করা হয়েছে পর্যটকদের সাজেক ভ্রমন

50

রাঙামাটি পার্বত্য জেলা বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল সাজেক ভ্যালীতে আপাতত পর্যটকদের সাজেক ভ্রমন বাতিল করেছেন প্রশাসন ও কটেজ মালিক সমিতি। কটেজ মালিক সমিতি অব সাজেক গত ১১ জুলাই প্রেস ব্রিফিয়ের মাধ্যমে বিবৃতি দিয়েছেন। প্রেস ব্রিফিয়ে তারা বলেন, টানা ও প্রবল বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চলের আঁকা বাঁকা সড়ক পথ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। যার কারণে যান বাহন চলাচলে মূখোমূখি হয়ে দুর্ঘটনার আশংকা খুব বেশী। পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষন হলে যানচলা চলে ঝুঁকি অনেক বেশী। যার কারণে সকল পর্যটকবাহী বা পর্যটক সাজেক যেতে নিষেধ করেছেন সাজেক কটেজ মালিক ও স্থানীয় প্রশাসন। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সূর্বণ দেব বর্মার স্বাক্ষরিত দেওয়া প্রেস বিবৃতিতে তিনি বলেন, টানা প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারনে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১২ ও ১৩ জুলাই এ ২ দিন সাজেকে পর্যটন ভ্রমণ বাতিল করা হলো।