টাইব্রেকারে চট্টগ্রামের পরাজয় আঞ্চলিক চ্যাম্পিয়ন কক্সবাজার

61

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের যমুনা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলা দল। গতকাল কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালের দ্বিতীয় পর্বে স্বাগতিক কক্সবাজার টাইব্রেকারে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জয় করে। নির্ধারিত সময়ের এ খেলায় কক্সবাজার ১-০ গোলে চট্টগ্রামকে পরাজিত করে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালের প্রথম লেগে চট্টগ্রাম ১-০ গোলে কক্সবাজারকে হারিয়েছিল। ফলে হোম এন্ড এ্যাওয়ের দুই পর্ব মিলিয়ে দু’দলের গোল ব্যবধান হয় ১-১। অর্থাৎ ফাইনাল ড্রতে পরিণত হয়। শিরোপা নির্ধারনের জন্য টাইব্রেকারের সাহায্য নিতে হয়।
কক্সবাজার স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় লেগের এই ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে কক্সবাজার এগিয়ে যায় অধিনায়ক আরিফের গোলে। পরে আর কোন গোল না হলে চট্টগ্রামের বিপক্ষে এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে কক্সবাজার। টাইব্রেকারে কক্সবাজার জেলা দল ৬-৫ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে। প্রথম পাঁচটি শটে কক্সবাজারের পক্ষে মোমিনুল, অর্নব, মতিউর, হানিফ, আরিফ গোল করেন। অন্যদিকে চট্টগ্রামের পক্ষে মুন্না, শুভ, বোরহান, জাহেদুল এবং বক্কর সিদ্দিক গোল করেন।
সাডেন ডেথ এ কক্সবাজারের এবং শামীম গোল করলেও চট্টগ্রামের মোরশেদের শট কক্সবাজার গোলকিপার শামীম ঠেকিয়ে দিলে আঞ্চলিক পর্বে কক্সবাজারের শিরোপা নিশ্চিত হয়ে যায়। আঞ্চলিক চ্যাম্পিয়ন কক্সবাজার এখন চূড়ান্ত পর্বে বাংলদেশ গেমসের ফুটবল ইভেন্টে অংশগ্রহন করবে।
খেলা শেষে কক্সবাজারের এডিশনাল এসপি আবিদুল ইসলাম পুরস্কার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাইদীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।