টাইগার যুবাদের নতুন কোচ স্টুয়ার্ট ল ব্যাটিং কোচ জাফর

12

 

বাংলাদেশকে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা এনে দেয়া অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজের শূন্যস্থানে স্টুয়ার্ট ল’কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে বিসিবির ব্যাটিং কোচ হয়ে আসছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বৃহস্পতিবার বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জুলাইয়ের মাঝামাঝি থেকে বাংলাদেশে কাজ শুরু করবেন তারা। ৫২ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ ল ২০১১-১২ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ২০১২ সালের এশিয়া কাপে তার অধীনে প্রথমবার ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল।
অন্যদিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট উইংয়ে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন ওয়াসিম জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, হাই-পারফরম্যান্স দলসহ কয়েকটি জায়গায় তাকে কাজে লাগাবে বোর্ড। ২০১৯ সালে বিসিবি একাডেমির ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করে গেছেন এ ভারতীয়।