টাইগারদের বোলিং কোচ ভেট্টরি – লেঙ্গেভেল্ডট

28

বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশ চলে যাওয়ায় বাংলাদেশের পেস বোলিং কোচের পদ ফাঁকা হয়। ওয়ালশের সঙ্গে ভারতীয় স্পিন কোচ সুনীল যোশিও বিদায় নিয়েছেন। টাইগারদের স্পিন বোলিং কোচের পদটাও তাই আপাতত ফাঁকা। মাশরাফি, মোস্তাফিজদের জন্য নতুন পেস বোলিং কোচ হয়ে আসছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি সাবেক পেসার ৪৪ বছর বয়সী চার্ল লেঙ্গেভেল্ডট। আর পার্টটাইম স্পিন কোচ হিসেবে আসবেন নিউজিল্যান্ডের সাবেক দলপতি ড্যানিয়েল ভেট্টরি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে এমনটি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। চলতি বছরের নভেম্বর থেকে ২০২০ বিশ্বকাপ পর্যন্ত তারা থাকবেন জাতীয় দলের দায়িত্বে।
কদিন আগে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ এবং সাবেক অধিনায়ক, কোচ ওয়াকার ইউনুস টাইগারদের বোলিং কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন। প্রোটিয়া পেসার ডোনাল্ডের এজেন্টও নাকি ই-মেইলে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন।
সবশেষে বিসিবি বেছে নেয় লেঙ্গেভেল্ডটকে। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হচ্ছে টাইগারদের।
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই প্রোটিয়া পেসার আফগানিস্তানের কোচ ছিলেন। এছাড়া, বিভিন্ন মেয়াদে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।