ঝুঁকিপূর্ণ দালান নির্মাণ বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা

49

 

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপদ হাটহাজারী উপজেলা ফতেয়াবাদ। উপশহর হওয়াতে এ এলাকায় দিন দিন জনগণের চাহিদার অধিক জমি মূল্য দ্বিগুণ হওয়ায় এলাকায় কতিপয় ভ‚মিদস্যুর উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। ইদানিং কালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নক্শা অনুমোদন/বিল্ডিং কোড না মেনে যত্রতত্র একাধিক দালান নির্মাণ হচ্ছে। যা এলাকার জন্য ঝুঁকিপূর্ণ। ইদানিং কালে ভ‚মিকম্পে আতঙ্কে এলাকাবাসী ভুগছে। সরকারি খাস জমি, সরকারি চলাচলের রাস্তার জায়গা বে-দখল, ব্যক্তিমালিকানা জায়গা জোর জবরদস্তির মধ্য দিয়ে এলাকায় অনেক মূল্যবান জায়গা বে-দখল হয়ে যাচ্ছে। চৌধুরীহাট স্টেশন স্ট্যান্ডার্ড ব্যাংক পাশ্ববর্তী পূর্ব দিকে কামারিয়া খালে পার্শ্ববর্তী কতিপয় অসাধু ব্যক্তি সরকারি চলাচলের রাস্তা এবং ব্যক্তি মালিকানা জায়গার উপর বহুতল ভবন নির্মাণ করে এলাকার জনসাধারণকে অতিষ্ঠ করে তুলছে। এই সব ভবনের পয়নিষ্কাশন কোন ব্যবস্থা না থাকায় গভীর রাতে পাইপের মাধ্যমে ময়লা পানি খালে ফেলে পরিবেশ দূষণ করছে। এই সড়ক দিয়ে রাতে মাদকের কেনাবেচা চলে। উঠতি বয়সি তরুণরা হাতে হাতে মাদক নিয়ে বেচাকেনা করে। যা ভবিষ্যতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের একটি নীল নক্শা। এলাকার জনসাধারণের প্রাণের দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং উপজেলা পরিষদ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যৌথ টিম গঠন করে এলাকার এই সকল সমস্যা সমাধানে হস্তক্ষেপ কামনা করে। বহুতল বিল্ডিং কোড যারা মান্য করবে না তাদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপের জোর দাবী জানাই।
এলাকাবাসীর পক্ষে
মোহাম্মদ জাহেদ, ফতেয়াবাদ, চট্টগ্রাম।