ঝাড়খন্ডে সস্ত্রীক বিজেপি নেতাকে গুলি করে হত্যা

23

ভারতের ঝাড়খন্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে সন্তানদের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে মাওবাদী অধ্যুষিত খুন্তি জেলায় গত শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকান্ড ঘটে। রবিবার (২০ অক্টোবর) পুলিশ এ তথ্য জানায়।
নিহত বিজেপি নেতার নাম শীতল মুন্ডা। তিনি স্থানীয় কুদাপুর্তি পঞ্চায়েতের বিজেপি বুথ প্রেসিডেন্ট এবং উপ-গ্রামপ্রধান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ডিসেম্বরে ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এ হত্যাকান্ড ঘটলো।
পুলিশ জানায়, শীতল মুন্ডা ও তার স্ত্রী মাদে হাসাকে দুর্বৃত্তরা গুলি করার সময় তাদের দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। গ্রামবাসী পরদিন শনিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশকে এ হত্যার সংবাদ জানায়। খুন্তি জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট আশুতোষ শেখর জানান, তারা এ হত্যাকাÐের তদন্ত করছেন। তদন্ত শেষ হলেই তারা ঘটনার বিস্তারিত বিষয় সম্পর্কে জানাতে পারবেন। তবে এ ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত মাওবাদী সংগঠনের কোনো সম্পৃক্ততা তারা পাননি বলে জানান তিনি।