ঝর্ণাপাড়া সচেতন যুব সমাজের বৃক্ষরোপণ কর্মসূচি

4

 

গত শনিবার সকালে নগরীর সরাইপাড়া ওয়ার্ড ঝর্নাপাড়া মাঠের চারপাশে গাছের চারা রোপণ করা হয়। ঝর্ণাপাড়া সচেতন যুব সমাজ এবং টি- ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পলাশ, সোনালু, রাঁধাচূড়া, কৃষ্ণচূড়া, জারুল, মেহগনি, চিকরাশি, বকুল, আকাশমনি, আমলকী ও কালোজামসহ বিভিন্ন রকমের বনজ, ফলদ ও শোভাবর্দন কারি ফুলের চারা গাছ রোপণ করা হয়েছে। জলবায়ুর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোন বিকল্প নেই। মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপণ করে দেশকে আরো প্রাকৃতিক বন্ধন হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন উদ্যোক্তারা। এ সময় উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র প্রযোজক ও টি-ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক, ঝর্ণাপাড়া সচেতন যুব সমাজের এডমিন ও সংবাদকর্মী সেলিম উল্যাহ, মমিনুল আলম শাহিন, সেলিম রেজা, মো. নাছির, রুবেল, আবরার, তুহিন, শামসুল, রিজভী, রায়হানসহ অন্যরা।