জয় মহাপ্রভু সেবক সংঘের উৎসব

15

জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে সেবিত বিগ্রহ শ্রীকৃষ্ণ ও শ্রীমন্ মহাপ্রভুর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫ ফেব্রæয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জয়মহাপ্রভু সেবক সংঘের সহ-সভাপতি বিদ্যুৎ আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন গুরুমাতা ড. প্রকৃতি মিশ্র। উদ্বোধক ছিলেন সংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ভক্তিময়ী বাসন্তী প্রভা রায়। প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের জিএম মৃণাল কান্তি সূত্রধর। প্রধান বক্তা ছিলেন চিটাগাং ট্রাস্টের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিক। সংগঠক অধ্যাপক মনোজ কুমার দেবের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী। বক্তব্য দেন শারদাঞ্জলি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক প্রদীপ কুমার দাশ, এড. গৌতম শীল, সজল কান্তি শীল, আশীষ দাশ, ব্যাংকার সুবল চন্দ্র শীল, এড. সুুমন দাশ, তাপস কুমার শীল, ডা. পরিমল বর্ধন। স্বাগত বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদক কৃষিবিদ মানিক চন্দ্র শীল। শুভেচ্ছা বক্তব্য দেন স্বপ্না রাণী শীল ও উজ্জ্বল সরকার। সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী শিলা চৌধুরী, প্রাচী বণিক, ত্রিবেণী পাল, জ্ঞানময়ী বর্ধন এবং নৃত্য পরিবেশন করেন উপমা সেন, উর্মিলা সেন, অমৃতা মল্লিক, সৃজিতা মল্লিক। অনুষ্ঠানে ইসকন ও জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি