জয় বাংলা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে তিন মহিয়সী রমণীর স্মরণানুষ্ঠান

58

গত ১২ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় কদম মোবারক এমওয়াইউচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে জয় বাংলা শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে ৩ জন মহিয়সী রমনীর নারী জাগণের অগ্রদূত বেগম রোকেয়া-বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-শহীদ জননী জাহানারা ইমামের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক ছিলেন রূপম মুৎসুর্দ্দী টিটু ও কাকলী দাশগুপ্তা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সজল দাশ। প্রচুর সংখ্যক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সংগঠক ও গীতিকার মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক সিনিয়র সহকারী জজ, প্রবীন রাজনীতিবিদ এড. মনজুর মাহমুদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিল্পী নারায়ন দাশ। অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সজল দাশ। বিজ্ঞপ্তি