জয় ধরে রেখেছে লিভারপুল, পয়েন্ট হারাল ম্যানসিটি

24

গত সপ্তাহে নরিচ সিটির বিপক্ষে বিশাল জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করে লিভারপুল। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রেখেছে দলটি।
গতকাল শনিবার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের হয়ে জালের দেখা পেয়েছেন সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। আর প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন ড্যানি ইঙ্গস। এর মাধ্যমে দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে লিভারপুলের পয়েন্ট ৬। সেই সঙ্গে তারা ধরে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।
তিনে থাকা ম্যানসিটির পয়েন্ট চার। এ নিয়ে ক্লাব রেকর্ড টানা ১১টি লিগ ম্যাচে জয় পেল লিভারপুল। দিনের অন্য ম্যাচে টটেনহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। গতকাল ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস বাঁকানো শটে বল জালে পাঠালে উচ্ছ¡াসে মাতে স্বাগতিক দর্শকরা। তবে ভিএআর প্রযুক্তিতে যাচাইয়ে দেখা যায় জেসুসের কাছে আসার আগে বল লেগেছিল সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তের হাতে।
হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন রেফারি। এর আগে প্রথমার্ধে রাহিম স্টার্লিং সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান এরিক লামেলা। বিরতির আগে বর্তমান চ্যাম্পিয়নদের আবারও এগিয়ে নেন সের্হিও আগুয়েরো। দ্বিতীয়ার্ধে সমতা আনেন লুকাস মউরা। একই দিনে আরেক ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারায় আর্সেনাল।