জয় দিয়ে শুরু সেরেনার

43

আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই মেয়েদের টেনিসে সর্বকালের সেরা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা উইলিয়ামস। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। প্রথম রাউন্ডে হারিয়েছেন জার্মানির তাতজানা মারিয়াকে। ৩৭ বছর বয়সী সেরেনার সবশেষ মেজরের জয়টা এসেছিলো দুই বছর আগে এই মেলবোর্নে। তখন গর্ভাবস্থায় থেকে জেতেন ২৩তম গ্র্যান্ড স্ল্যাম। এরপর খেলায় ফিরলেও ছন্দে না থাকায় শিরোপা জেতা হয়নি আর। সেই লক্ষ্যে প্রথম রাউন্ডে জিতেছেন কোনও প্রতিরোধ ছাড়া। ৪৯ মিনিটে জয় পান ৬-০, ৬-২ গেমে।
প্রথম রাউন্ডে জয়ের পর পুরনো স্মৃতির কথা মনে করলেন ৭বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সেরেনা, ‘সবশেষ যখন এখানে এসেছিলাম তার ভালো কিছু স্মৃতি রয়ে গেছে। সেই জয়টা ক্যারিয়ারের সেরা একটি জয় ছিলো। তাই পুরনো জায়গায় ফিরতে পেরে ভালোই লাগছে।’ দ্বিতীয় রাউন্ডে কানাডার ইউজিন বুচার্ড অথবা পেং শুয়াইয়ের মুখোমুখি হবেন সেরেনা।