জয়বাংলা শিল্পী গোষ্ঠীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

21

 

জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম এর উদ্যোগে ২৪ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, চারজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জননেতা এম.এ. আজিজ-জহুর আহমদ চৌধুরী-ভ‚পতি ভ‚ষণ মানিক চৌধুরী-এম.এ. হান্নানকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় কবি ও সাংস্কৃতিক সংগঠক আশীষ সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত। উদ্বোধক ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি জেএসপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত। মুখ্য আলোচক ছিলেন ভূপতি ভ‚ষণ মানিক চৌধুরী’র সুযোগ্য সন্তান ও আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী কাজল। বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, ঔপন্যাসিক ও সাহিত্যিক দুলাল মল্লিক, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. রতন চক্রবর্ত্তী, সমাজকর্মী শ্যামল দাশ, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোপি দাশ, স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ দাশ, ওচমান জাহাঙ্গীর, আসিফ ইকবাল, দিলীপ সেনগুপ্ত, হারাধন নাহা (বাসু) ও নিলয় দে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি শাহ নুরুল আলম, শিমুল দত্ত, রতন ঘোষ, শিল্পী দোলন সেন, সবুজ চৌধুরী রকি, রতন ভট্টাচার্য, মো. জাফর আলম, প্রিয়াংকা মন্ডল, সৃজন দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নারায়ণ দাশ ও অভিষেক দাশ। প্রধান অতিথি মিটুল দাশগুপ্ত বলেন, চারজন বরেণ্য শিল্পীকে নিবেদিত জয় বাংলা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানটির তাৎপর্য বিশাল। এম.এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, ভূপতি ভূষণ মানিক চৌধুরী ও এম.এ হান্নান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁরা স্বাধীনতার পূর্বে ও পরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে গেছেন। তাঁদের স্বীয় কর্মগুণে তাঁরা ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন। তিনি তাঁদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। উদ্বোধক দীপক কুমার পালিত বলেন, স্বাধীনতা আন্দোলনে ও বাংলার মুক্তিসনদ এক দফা, ছয় দফায় আন্দোলন-সংগ্রামে এই চারজন রাজনীতিবিদের ভূমিকা অবিস্মরণীয়। সকল নেতার নামে চট্টগ্রামে বিভিন্ন নামকরণ করা হলেও ভূপতি ভূষণ মানিক চৌধুরী’র নামে কোনকিছুই করা হয়নি। দেশের সত্যিকার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হলে এই চারজন বর্ষীয়ান রাজনীতিবিদের কর্মকান্ডকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা খুবই জরুরী। মুখ্য আলোচক দীপংকর চৌধুরী কাজল বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের সাথে তার বাবা মানিক চৌধুরী’র খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি জাতীয় চারনেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। যেই দেশে গুণীজনের সম্মান নেই সেই দেশে গুণীজন জন্ম নেয় না। তিনি জয় বাংলা শিল্পী গোষ্ঠীর কর্মকর্তাদের সাধুবাদ জানান করোনাকালীন সময়ে স্বল্প পরিসরে হলেও চারজন বর্ষীয়ান নেতার স্মরণে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সভার সভাপতি কবি আশীষ সেন বলেন, সুস্থ সংস্কৃতিচর্চার কোন বিকল্প নেই। সেই সংস্কৃতি হতে হবে দেশীয় সংস্কৃতি। জয় বাংলা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জননেতা এম.এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, ভ‚পতি ভ‚ষণ মানিক চৌধুরী, এম.এ হান্নানকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন তিনি তাদের সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সভার এক প্রস্তাবে সংগঠনের পক্ষ থেকে নজরুল সঙ্গীতশিল্পী দীপেন চৌধুরী’র সহধর্মিনী সুজাতা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।