জড়িতদের শাস্তি দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

3

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, ১৭ এপ্রিল রাতে সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামে হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে কেয়ারটেকারের হাত-পা বেঁধে প্রতিটি কক্ষ তল্লাশি করে এবং মালপত্র নষ্ট করে অপরাধীরা খুব গর্হিত কাজ করেছে। তারা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের অবস্থানও জানতে চান। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং সাংবাদিক তৌফিক ও তার পরিবারের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকিস্বরূপ। চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানান। বিজ্ঞপ্তি