জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের পুনর্মিলনী উৎসব

30

শ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের ২৩তম পুনর্মিলনী উৎসব ও আলোচনা সভা ডা. রতন কুমার দাশের সভাপতিত্বে এবং সুজন পালের সঞ্চালনায় গত ৯ অক্টোবর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে গীতা পাঠ করেন শ্রীমৎ পরমানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমীর কান্তি পাল।
বিশেষ অতিথি ছিলেন কাজল কান্তি পাল, কাজল শীল, সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, প্রদীপ রায়, ডা. স্বপন দত্ত, হিল্লোল দাশ, জহরলাল শীল, তপন শীল, রনজিত দাশ, রজত পাল, সৌরভ পাল, বাবুল দাশ, আবির দাশ, নয়ন সূত্রধর, ডা. রুপন শীল, বিপ্লব ধর, তাপস শীল, তরুণ দাশ, জনি দাশ, সুমন চৌধুরী বাবু, খোকন সূত্রধর, নেপাল নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি