জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী

148

যোগাচার্য পরমহংস স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী, ধর্মসভা, বস্ত্র বিতরণ জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দির প্রাঙ্গণে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন চট্টগ্রামের সীতাকুন্ডের শংকর মঠ ও মিশন অধ্যক্ষ শ্রী স্বামী তপনানন্দ গিরি মহারাজ। গত ১৪ ফেব্রুয়ারির অনুষ্ঠান সূচির মধ্যে ছিল মঙ্গল আরতি ও ঊষা কীর্ত্তন, হরি ওঁ সংকীর্ত্তন, গীতাপাঠ প্রতিযোগিতা, বস্ত্রদান কর্মসূচি, মহতী ধর্মসভা, ভক্তিমূলক সংগীতাঞ্জলী, শ্রীযজ্ঞের অধিবাস ও মঙ্গল আরতি। প্রথম দিনের ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ মো. ইসমাইল হোসেন। প্রধান আলোচক ছিলেন প্রফেসর কেশন কুমার চৌধুরী, সভাপতিত্ব করেন সমীর কান্তি পাল। বিশেষ বক্তা ছিলেন লায়ন সন্তোষ কুমার নন্দী। এতে স্বাগত ভাষণ রাখেন কাজল কান্তি পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ কুমার রায় ও সুজন পাল। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ জগীশ্বরানন্দ মহারাজ, ডা. বাসুদেব দাশ, কমিশনার হেলাল উদ্দীন, কমিশনার রফিকুল আনোয়ার, দিদারুল বশর চৌধুরী, বিশ্বজিৎ রাহা, ফটিকছড়ি আওয়ামী লীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদেক আলী শুভ, মেজবাহ উদ্দীন, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডা. সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রূপক দে, বাগীশিক উত্তর জেলার নির্বাহী সদস্য প্রিয়াশীষ চক্রবর্তী, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. প্রতাপ রায়, সনাতনী ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি সুজীত চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাগর দে, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের সভাপতি রনজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল শীল, ভূজপুর পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা পন্ডিত লিংকন চক্রবর্তী, নবজাগ্রত জোতিশ্বরানন্দ গীতা মন্দিরের সভাপতি রনজিৎ শীল, পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ ও অমর শর্মা। উক্ত অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিচালনা করেন টিভি ও বেতার শিল্পীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রাঙামাটিয়া পাল পাড়া মঙ্গল সমিতি, বিবিরহাট অকন্ড মন্ডলী, সনাতনী যুব পরিষদ, সনাতনী ঐক্য সংসদ, রাধাকৃষ্ণ কিশোর সংঘ, মানবকল্যাণ যুব সংঘ, সুত্রধর পাড়া গীতা সংঘ, পূর্ব নাথ পাড়া হরি মন্দির, হাইদচকিয়া পন্ডিত নিরোধ লীলা গীতা বিদ্যাপীঠ, ধ্রুরুং পাল পাড়া প্রগতি সংঘ, নব তারা একতা সংঘ, শ্রী শ্রী জোতিশ্বরানন্দ গীতা সংঘ, বাগবত সংঘ কচুয়ার পাড়, জোতিশ্বরানন্দ স্মৃতি সংসদ, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিষদ, পার্থ স্মরতী গীতা সংঘ, শ্রীকৃষ্ণ সংঘ, বাংলাদেশ জুয়েলারী সমিতি, ফটিকছড়ি সেলুন সমবায় সমিতি, দৌলতপুর পাল পাড়া পল্লী মঙ্গল সমিতি, রামকৃষ্ণ সেবা আশ্রম পার্থ সারতী যুব সংঘ, বিবেকান্দ সেবা সমিতি, কাঞ্চননগর সনাতনী ঐক্য সংঘ। বিজ্ঞপ্তি