জ্যোতিকা বড়–য়া’র অনিত্য সভা

11

নগরীর নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে চন্দনাইশস্থ গাছবাড়ীয়ার সুদর্শন বড়ুয়া’র সহধর্মিণী, টিপু বড়–য়া ও অপু বড়–য়ার মাতা জ্যোতিকা রাণী বড়–য়ার অনিত্য সভা ১৫ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন প্রফেসর ড. জিনবোধি মহাথের, সদ্ধর্মদেশনা ও পুণ্যদান করেন ভদন্ত প্রিয়রতœ মহাথের, অধ্যক্ষ ড. দীপংকর থেরো, প্রজ্ঞাপাল মহাথেরো, অধ্যক্ষ বোধিমিত্র থেরো, জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, সুমনতিষ্য থেরো, প্রজ্ঞালোক থেরো, লোকরতœ থেরো, বোধিপ্রিয় ভিক্ষু, সুমনলংকার ভিক্ষ। সদ্ধর্মদেশনা ও সঞ্চালনা করেন অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো। স্মৃতিচারণ করেন অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, নিদর্শন বড়–য়া, বাবুল বড়–য়া, সত্যজিৎ বড়–য়া, নয়ন বড়–য়া প্রমুখ। উল্লেখ্য, জ্যোতিকা রাণী বড়–য়া ১৫ ফেব্রæয়ারি রাত আড়াইটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুজন বড়–য়া ২০ ফেব্রæয়ারি চন্দনাইশস্থ গাছবাড়ীয়া গ্রামে ভিক্ষুসংঘ এবং জ্ঞাতিস্বজনদের সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ সংঘদানে উপস্থিত হওয়ার আহŸান জানান। বিজ্ঞপ্তি