জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমিতে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

47

বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ জানুয়ারি বিদ্যালয়ের হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা দানবীর অদুল চৌধুরী। উদ্বোধক ছিলেন অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সমাজসেবী অনিতা চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম মোস্তাফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চবি’র ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর শংকর লাল সাহা, ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী, চবি শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি প্রফেসর বেনু কুমার দে, চবি সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর সজীব কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।
সহকারী প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী ও শিক্ষক মাহমুদুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক প্রদীপ দাশ, অরবিন্দু মহাজন, নিরুবালা চৌধুরী একাডেমির পরিচালক শিক্ষক প্রবীর চৌধুরী, শিক্ষক সলিলপ্রিয় ভট্টাচার্য্য, সুভাষ চৌধুরী, চম্পক বড়ুয়া, বঙ্কিম বড়ুয়া, মো. আসিফ, রানা দে, সঞ্জয় মহাজন, অসিম পাল, শিল্পী চৌধুরী ও লিপি নন্দী প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি