জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে ওঠার আহ্বান

3

প্রিমিয়ার ইউনিভার্সিটি
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, এই বাংলাদেশে সবাই যেমন ঈদ উদ্যাপন করে, ঠিক তেমনি ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই সরস্বতী পূজার আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। সনাতন ধর্মীয় এই পূজা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। এই পূজা বহু প্রাচীন। সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগে¦দে। জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী হিসেবে তিনি পূজিত হন। এই পূজার প্রকৃত অর্থ হলো, প্রকৃত জ্ঞানের মাধ্যমে মানুষ যেন মানুষ হয়ে ওঠে, পৃৃথিবীকে করে তোলে শান্তিময়।
২৬ জানুয়ারি প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, ব্যবসা-শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, বাণী অর্চনা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক অনুপ বিশ্বাস, সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস ও সদস্য-সচিব সহকারী পরিচালক (ছাত্রকল্যাণ) পংকজ বিশ্বাস।
চবি সনাতন ধর্ম পরিষদ
সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় উত্তর ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ২৬ জানুয়ারি বাণী অর্চনা উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভজনকীর্তন, ঢাকবাদ্য ও ধুনুচি নৃত্য, সন্ধ্যারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল হক এবং চবি কেন্দ্রীয় মন্দির এর সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী । অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত। চবি সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাণী অর্চনা উদযাপন-২০২৩ কমিটির আহŸায়ক ড. সুমন গাঙ্গুলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চবি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুলাহ মামুন, চবি গ্রন্থাগারিক ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর প্রফেসর ড. মো. দানেশ মিয়া, পালি বিভাগের প্রফেসর ড. জ্ঞান রতœ শ্রমণ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। উপ-উপাচার্য (একাডেমিক) বাণী অর্চনা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
আইন কলেজ ছাত্র-যুব ঐক্য পরিষদ
চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে ২৬ জানুয়ারি সকালে নগরীর জেএম সেন হলে সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি অনিক নাথ আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমিত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রধান বক্তা ছিলেন এডিশনাল পিপি এড. চন্দন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, হিল্লোল সেন উজ্জ্বল, প্রণব সাহা, এড. ধৃতিমান আইচ, মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী,এড. দীপক চন্দ্র নাথ,এড. টিপু শীল জয়দেব, অপরেশ দাশ, নিউটন কান্তি দে, আবদুল খালেক সোহেল, অনিন্দ্য দেব, বিটু মুহুরী, বিশ্বজিত চৌধুরী, টিসু দে, সৈকত চন্দ্র দাশ, দীপক বড়ুয়া, রুমেল শীল, শান্তনু ত্রিপাঠী, রফিকুল ইসলাম, সৌরভ দত্ত, কপিল দাশগুপ্ত, রকি চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বাণী অর্চনা কমিটির আহŸায়ক রাজিব পাল কাব্য ও সদস্য সচিব এ্যানি গুপ্তা। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রাতে অধিবাসের মাধ্যমে বাণী অর্চ্চনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে ২৬ জানুয়ারি রাতে সুসম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে হিন্দু শিক্ষকদের সহযোগিতায় ‘কলেজিয়েটস বাণী অর্চনা উদ্যাপন পরিষদ-২০২৩’ সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল-পূজা, অঞ্জলি প্রদান, কীর্ত্তন, ভোগ-আরতি, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।
শিক্ষকদের মধ্যে দায়িত্ব পালন করেছেন পূজা উদ্যাপন পরিষদের আহŸায়ক ইলা সাহা, সদস্য সচিব ধনঞ্জয় দেবনাথ, কোষাধ্যক্ষ সুশান্ত দে, সদস্য শর্মিলা বড়–য়া, শুভ্রা দাশ, আশীষ কুমার শীল, শিপ্রা সিকদার, সুকুমার দাস, প্রণব কুমার নন্দী, ইলাশ্রী চৌধুরী, দেবীকা ঘোষ, টুম্পা ভট্টাচার্য, কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদের সাবেক কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থী প্রিয়ম দাশ, পূজন দাশ, কৌশিক শীল জয়, অরিত্র মজুমদার, অর্পিত দত্ত, দেবজ্যোতি চৌধুরী, অরিজিত দাশ গুপ্ত, বর্ষরাজ দে, অদ্রিত সেনগুপ্ত, সুকর্ত সেন, অভ্রনীল ঘোষ প্রমুখ।
বিদ্যাসাগর সংঘ
নগরীর চান্দগাঁও সিএন্ডবি গ্যাস কলোনীতে বিদ্যাসাগর সংঘ আয়োজিত শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে পুরস্কার বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা ২৫ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও থানা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিউটন কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক টুটুল নাথ, চান্দগাঁও থানা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ, চান্দগাঁও থানা পূজা পরিষদ সহ-সভাপতি শিক্ষক টিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যীশু চৌধুরী, কার্যকরী সদস্য ছোটন বিশ্বাস প্রমুখ। বিদ্যাসাগর সংঘের সভাপতি আকাশ মজুমদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লোকন পাল, সজীব দে, সৌরভ নাথ, সুজন দাশ, অভি পাল, মিঠুন দে, তন্ময় সেন, পিপলু মহাজন, দিপশ দে। অনুষ্ঠানে গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে গান ও নৃত্য পরিবেশন করেন টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীরা। বিজ্ঞপ্তি