জ্ঞানে গুণে চরিত্রে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশসেবা করতে হবে

59

ফটিকছড়ি শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান ৩ জুলাই সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শাহজাদা সৈয়দ সাইফুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। তিনি বলেন, মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন প্রিয় নবী (দ.)। জ্ঞানে, গুণে ও উন্নত চরিত্রে সমৃদ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জনকল্যাণে ও দেশের সেবায় উৎসর্গীত হতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখার আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন সৈয়দা জোহরা বেগম হেফজখানা ও এতিমখানার সভাপতি চেয়ারম্যান কাজি মুহাম্মদ জানে আলম (বাবুল), শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাসানুদ্দৌলা, আল্লামা সৈয়দ মুহাম্মদ মুহিব্বুল্লাহ আলভি, মুহাম্মদ ইদ্রিছ নিজামী। মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা আবদুল মন্নান, অধ্যক্ষ আল্লামা শাহাব উদ্দীন, মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী, মাওলানা হারুনুর রশিদ নক্সবন্দী, মাওলানা ইসমাঈল আলকাদেরী, মুহাম্মদ নুরুল আলম বিপিএড, মুফতি মাওলানা জসিম উদ্দীন, শ্যামল বড়ুয়া, মাওলানা শামসুল আরেফিন, মাওলানা ওমর ফারুক জালালী, মাওলানা জহিরুল ইসলাম, বোরহান উদ্দীন, নিয়াজ আহমদ চৌধুরী প্রমুখ। পরিশেষে মিলাদ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় । বিজ্ঞপ্তি