জেলে পরিবারে উপহার ও অর্থ খোকন চৌধুরীর

47

চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া জেলারা মানবেতর জীবনযাপন করছে। বিগত সময় ধরে এদের মাছ ধরা বন্ধ রয়েছে। এরা বেতন ভূক্ত নয়। কাজ করলে মজুরি পায়। এখন করোনার কারণে সকল কাজই বন্ধ। কোন কাজ না করতে পারায় পুঁজি যতটুকু ছিলো ভেঙ্গে খেয়েছে। নিজেদের এই দুরবস্থার কথা কাউকে বলতেও পারছে না। এরা কোনদিনও কারো কাছে হাত পাতেনি। তাই হাতও পাততে তারা জানে না। তাই তাদেরকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছি। এদেও সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হব্
েতিনি গত ২১ মে বৃহস্পতিবার সকালে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে নদী পাড়ে বসবাসরত অসহায় জেলে পরিবারের নিকট নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, আবদুস সোবহান, যুগ্ম সম্পাদক প্রণব চক্রবর্তী, খোরশেদ আলম, মোঃ সেলিম, কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী, হামিদুর রহমান কায়ছার, মো. ওয়াসিম, মো. জাবেদ, শ্রীবাস বিশ^াস, চম্পক চক্রবর্তী, বাসুদেব দাসসহ আরো অনেক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি