জেলা রেড ক্রিসেন্টের সভা জেলা পরিষদের অনুদানে চলমান প্রকল্প নিয়ে আলোচনা

10

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সভা গত ১৮ মে ইউনিটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার (দোলন), ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, ডা. আইরিন সুলতানা, রাশেদ খান মেনন, আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের ইনচার্জ সেলিম আহমেদ, হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. রোজী দত্ত, ডা. নাজ সোহানী সুজানা, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী। সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, হাসপাতাল এবং জেলা ইউনিটের উন্নয়নে যেসব পদক্ষেপ আমরা গ্রহণ করেছি; এতে আমাদের হারানো গৌরব অচিরেই ফিরে আসবে। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কার্যকরী পর্ষদ ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। জেলা পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে পরিচালিত প্রজেক্টসমূহের ব্যাপারে সভায় আলোচনা করা হয় এবং হাসপাতালের বিভিন্ন দাপ্তরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি