জেলা যুব ইউনিয়নের কর্মিসভা

35

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার এক কর্মীসভা গতকাল নগরীর হাজারী লেনস্থ এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক যুবনেতা উজ্জ্বল সিকদারসহ সভাপতি শ্যামল লোধ, যুবনেতা সুনন্দন সুইট, শাহ আলম,আব্দুল হালিম, রূপণ ধর,জাবেদ চৌধুরী,রাশিদুল সামির,সুব্রত শুভ,বিপ্লব দাস, স্নেহাশীষ,শহীদুল রিপণ, শেখ শিপণ,রবি শংকর সেন নিশান, হোসাইন মুহাম্মদ ফয়সাল,মিঠুন বিশ্বাস,বিধান চন্দ্র প্রমুখ। অপরিকল্পিত উন্নয়ন, পরিকল্পিত লুণ্ঠন, বেকারত্ব ও গণতন্ত্রহীনতা থেকে মুক্তির লক্ষে যুব সমাজ এক হও এই স্লোগানকে সামনে রেখে আগামী ২২মার্চ,২০১৯ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত কর্মীসভার শুরুতে গতকাল কমরেড তাজুল দিবস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন,দেশের চলমান অস্থিতিশীল পরিবেশ, গণতন্ত্রহীনতা, লুটপাট, বেকারত্ব, গুম-খুন-ধর্ষণ এবং অন্যদিকে মিথ্যে উন্নয়নের বাহাস দেশকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, গণতন্ত্রহীনতা-বৈষম্য-বেকারত্ব-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব ইউনিয়ন সর্বোচ্চ শক্তি ও অসীম স্বপ্নকে বুকে ধারণ করে বরাবরই যুবসমাজকে নিয়ে অগ্রসর হতে চেয়েছে তার সংগ্রামী ঐতিহ্যের পথে। খবর বিজ্ঞপ্তির