জেলা প্রশাসকের তহবিলে ফুড প্রসেসর্স ফোরামের সহায়তা

65

 

করোনা সহায়তার অংশ হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসকের তহবিলে অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ফুড প্রসেসর্স ফোরাম চট্টগ্রাম অঞ্চল। সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন বাপা সহ সভাপতি ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান এবং ইসি সদস্য শহীদুল ইসলাম। গত বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের হাতে এ সহায়তা তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় চট্টগ্রামের নয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগার লাখ টাকা অনুদানের অর্থ দেয়া হয়। এছাড়া ত্রাণসামগ্রী দেয়া হয় দুইশ পরিবারের জন্য।
এসময় বক্তারা বলেন, করোনাকালীন সময়ে মানুষ জীবিকা নিয়ে এক মহাদুর্যোগের সময় পার করছে। এসময় মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে হয়েছে। এর আগে গত বছরও চট্টগ্রামে করোনা হাসপাতালের জন্য অর্থ সহায়তা দেয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলো হল: বনফুল-কিষোয়ান গ্রুপ, ফুলকলি ফুড প্রোডাক্টস, ফেভারিটা লিমিটেড, মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস, থাই ফুড প্রোডাক্টস, এম আলম এন্ড কোম্পানি, ওয়েল ফুডস লিমিটেড, মধুবন ব্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ, হিফস্ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, বিএসপি ফুড প্রোডাক্টস। প্রতিটি প্রতিষ্ঠানের কর্ণধাররা এবং প্রশাসনের কর্তা-ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি