জেলা প্রশাসককে টেরীবাজার ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

34

২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দিয়ে ব্যবসায়ী-কর্মচারীদের কোভিড-১৯ থেকে সৃষ্টি হওয়া সংকটময় অন্ধকার জীবন থেকে রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ১৯ এপ্রিল দুপুরে স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, ২০২০ সালের মাহে রমজানে ব্যবসা-বাণিজ্য করার জন্য যে ঋণ ব্যবসায়ীরা নিয়েছিলো তা এখনো শোধ করতে পারেনি। ইতিমধ্যে ২০২১ এর মাহে রমজানে ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে আবারও প্রস্তুত হলে লকডাউনের কারণে দিশেহারা ব্যবসায়ী-কর্মচারীরা। ঋণগ্রস্ত ব্যবসায়ীরা দিতে পারছেনা কর্মচারীর বেতন, কষ্ট হচ্ছে পরিবার পরিজনের ভরণ পোষাতে। এ অবস্থায় দোকান-শপিংমল খোলা রাখার পাশাপাশি সহজ শর্তে ঋণ, বিশেষ প্রণোদনার জানান ব্যবসায়ীরা। জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ আ স ম জামশেদ খন্দকার। এসময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি