জেলা ও উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল

14

লোহাগাড়ায় আমিনুল ইসলামের ইফতার সামগ্রী বিতরণ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত উদ্যোগে লোহাগাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১০ এপ্রিল (সোমবার) মল্লিক ছোয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালি অংশ নেন আমিনুল ইসলাম আমিন। উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুমন মজুমদারের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী মীলীগের দপ্তর সম্পাদক তৈয়বুল ইসলাম বেদার, সাতকানিয়া উপজেলা সদর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. সেলিম উদ্দিন, মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম, লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী, চরম্বা বাইয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতিশ্বর চৌধুরী, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ সহ শিক্ষকবৃন্দ।

সাতকানিয়ায় বিএনপির দোয়া
ও ইফতার মাহফিল : সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাকের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ভোটবিহীন অবৈধ এই মাফিয়া সরকারের লজ্জা শরম বলতে কিছুই নেই, এরা দিনের ভোট আগের রাতে চুরি করে। তিনি বলেন আগামী নির্বাচনে আর ১৪, ১৮ এর মতো করতে দেওয়া হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ মাওলানা ফোরকান। সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজার সংলগ্ন মাঠে সাতকানিয়া উপজেলা-পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপির যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি, বিএনপ্রির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- সাতকানিয়া বিএনপির নেতা আবদুর রহিম, এম এ রহিম, আবদুর রহিম, হাজী ছামাদ, মোহাম্মদ রফিক উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ বাহা উদ্দীন বুলু, হারুনুর রশিদ, এস এম নূরুল হক, আবুল কালাম, মোস্তাক আহমদ, মোহাম্মদ মোর্শেদ, জিয়াবুল হোসেন চৌধুরী, আবু বক্কর আবু, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ ইউনুস মেম্বার, আবু সৈয়দ চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান, ছগির আহমদ, মাহাবুব আলম, আবুল কালাম, নূরুল ইসলাম বাবুল, মোহাম্মদ আলী, কুতুবউদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, আবুল কালাম আজাদ, ফয়েজ আহমদ, মিজানুর রহমান টিপু, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ শাহাজাহান, নেজাম উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ মামুন, কমুরুদ্দীন, নূরুল আবছার, হেলাল উদ্দিন, মোহাম্মদ ওসমান, নাসির উদ্দীন, আজিজুল হক, আবদুর সোবহান, হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

সাতবাড়িয়ায় মফিজুর রহমানের
ঈদ উপহার বিতরণ : চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে দু’শতাধিক হৃতদরিদ্র জনগণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কালে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, যে কোন দুর্যোগ দুর্বিপাকে, ঈদ পার্বনে সাধারণ জনতার পাশে থাকবে আওয়ামী লীগ, জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগ। মানবসেবা যে দলটির প্রধান বৈশিষ্ট্য। সাতবাড়িয়া ইউপি মিলনায়তনে হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বেলাল হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকের। বক্তব্য রাখেন আমজাদ হোসেন টিপু, আবছার উদ্দিন, আনোয়ার হোসেন, মাইনুল ইসলাম পুতুল ও খোরশেদুল আলম লিটন, কুতুব উদ্দিন হাসান, আবু হানিফ, মাইনুল হক, আজিজুল হক, আবুল বশর, বাচা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

লংগদুতে ৩৭ বিজিবির
ইফতার বিতরণ : রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ বিজিবি ব্যাটালিয়ন) জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার ৬ শতাধিক রোজাদার পরিবারে ইফতার বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর জোনের সকল অফিসারগণ উপস্থিত থেকে ব্যাটালিয়ন সদও এবং অধীনস্থ তেমাথা বিজিবি ক্যাম্প এর দাযয়িত্বপূর্ণ এলাকার গরিব,অসহায় ও দরিদ্র ৬শতাধিক জন সাধারণের মাঝে তৈরিকৃত ইফতার বিতরণ করা হয়। লংগদু প্রতিনিধি

রাজস্থলীতে ভিজিএফ চাউল বিতরণ:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তিন ইউনিয়নে অসহায় ৩হাজার ৭৯৩ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, সংশ্লিষ্ট ইউনিয়নে টেক অফিসার সহ ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে কর্মহীন দারিদ্র্য ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ তহবিল হতে ভিজিএফের চাউল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ বলেন, রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে যথাক্রমে ঘিলাছড়ি (১১শ), গাইন্দ্যা ( ১২শ) ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে (১৪৯৩) পরিবারপিছু ১০কেজি করে চাউল বিতরণের জন্য তিন ইউনিয়নের চেয়ারম্যাদের মাধ্যমে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। রাজস্থলী প্রতিনিধি