জেলা ইসলামিক ফ্রন্টের মতবিনিময় অংশগ্রহণমূলক নির্বাচনই অংশীজনের প্রত্যাশিত

22

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, এ মুহূর্তে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে, এমনটিই প্রত্যাশিত সকল অংশীজনের নিকট। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন।
এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন, মমতাজ উদ্দিন হোসাইনি, খান এ সবুর, আবদুর রহমান মান্না, অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, লোকমান মেম্বার, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, আলম রাজু, নুর মুহাম্মদ আলকাদেরী, স ম শহীদুল হক ফারুকী, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যাপক মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন জিহাদি, স ম শওকত আজীজ, মোজাম্মেল হোসেন, আহমদ রেজা, জামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, কাউসারুল ইসলাম সোহেল, তাওহিদ মুরাদ সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি