জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

44

রাঙামাটি প্রতিনিধি
………………….

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি সদস্য সমর বিজয় চাকমার হত্যাকাÐে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গত রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন, পুলিশ সুপার মোদদাছছের হোসেন। গত ২৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি প্রকল্প কর্মকর্তার অফিস কক্ষে ঢুকে রুপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য সমর বিজয় চাকমাকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার রাতে একই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য বিনয় চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেন। মামলায় মণিময় চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে মূল আসামি দিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির দশ জনের নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আট জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়। গত রবিবারজেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার জানান, মামলার তদন্তে এ হত্যাকান্ডে জড়িতদের পরিচয় পাওয়া গেছে। ঘটনার দিন তিন জনের মধ্যে এক সন্ত্রাসী সরাসরি ওই অফিসে ঢুকে ইউপি সদস্য সমরকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীর পরিচয় খুঁজে বের করা হয়েছে। হত্যাকারী স্থানীয় একটি দলের সদস্য। নিহত ব্যক্তিও স্থানীয় আরেক দলের সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকারীসহ জড়িতদের গ্রেফতারে তৎপরতা চলছে। রাঙামাটি শহরে চলাচলরত অনিবন্ধিত অবৈধ অটোরিকশা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এসব অবৈধ অটোরিকশা সিদ্ধান্ত নিতে হবে। এগুলো হয় বন্ধ করে দিতে হবে নতুবা নিবন্ধন দিতে হবে। সদরসহ জেলায় মাদকসেবী, ব্যবসায়ী ও পাচারকারীদের প্রতিরোধে পুলিশকে সহযোগিতার আহবান জানান পুলিশ সুপার। সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রশাসনিক কাজে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সভায় সামরিক বেসামরিক কর্মকর্তা, রাঙামাটির পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।