জেরুজালেমের সহিংসতা রকেট-বিমান হামলায় নিহত ২৪

46

ফিলিস্তিনের গাজা থেকে সহিংসতা কবলিত জেরুজালেমের আশপাশে বেশ কয়েকটি রকেট নিক্ষেপের পর ভূখন্ডটিতে ইসরায়েলি বিমান হামলায় নয় শিশুসহ অন্তত ২৪ নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এসব পাল্টাপাল্টি হামলায় জেরুজালেমে কয়েকদিন ধরে চলা সহিংসতা সোমবার নতুন মাত্রা পেয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ‘উগ্রপন্থিরা’ জেরুজালেম এলাকায় রকেট নিক্ষেপের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত ‘রেড লাইন’ অতিক্রম করার পর তারা ফিলিস্তিনি ভূখন্ডটির সশস্ত্র গোষ্ঠী, রকেট লঞ্চার ও সামরিক পোস্টগুলোতে হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, গভীর রাত পর্যন্ত গাজা থেকে রকেট নিক্ষেপ ও সেখানে ইসরায়েলি বিমান হামলা চলতে থাকে, ফিলিস্তিনিরা গাজা সিটি ও পুরো উপকূলীয় ভূখন্ডটিজুড়ে বড় ধরনের বিস্ফোরণ হচ্ছে বলে জানাতে থাকে। স্থানীয় সময় মধ্যরাতের একটু আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ফিলিস্তিনি ‘উগ্রপন্থিরা’ ইসরায়েলে প্রায় দেড়শ রকেট ছুড়েছে, এর মধ্যে বহু রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে প্রতিরোধ করেছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গাজা থেকে রকেট হামলা ‘অবিলম্বে’ বন্ধ করা উচিত।