জেমি ডের প্রার্থনায় বাংলাদেশ

57

করোনাভাইরাস আতঙ্কে জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে আগেই ঢাকা ছেড়েছেন। চলে গেছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসও। বাংলাদেশ না ছেড়ে উপায়ও নেই। ঘরোয়া ফুটবলের সঙ্গে যে জাতীয় দলের সব কার্যক্রম বন্ধ। ইংল্যান্ডে ফিরে গেলেও ডে ও ওয়াটকিসের ভাবনায় ঠিকই আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে কঠিন সময় পার করছে বিশ্ব। ডের জন্মস্থান ইংল্যান্ডের অবস্থাও খুব একটা ভালো না। নিজ দেশের মানুষ তো আছেই, একই সঙ্গে কর্মস্থল বাংলাদেশের মানুষদের নিয়েও চিন্তা হচ্ছে ডে ও ওয়াটকিসের। তাদের প্রার্থনায় রয়েছে বাংলাদেশও।
শুক্রবার ডের সঙ্গে ওয়াটকিস যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এই কঠিন সময়ে আমাদের সমর্থকদের কিছু বলতে চাই। সামনের মাসগুলো আমাদের জন্য কঠিন পরীক্ষার। জাতি হিসেবে এই সময়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দয়া করে পরিচ্ছন্নতা মেনে নিরাপদ ও সুস্থ থাকুন। এই ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিন এবং যারা দুর্বল তাদের রক্ষায় সহায়তা করুন।’
ডে-ওয়াটকিস আবারও ফুটবলে ফেরার অপেক্ষায় আছেন, ‘এখন জাতীয় দলের খেলা বন্ধ, কিন্তু যখন মাঠে ফেরার জন্য প্রস্তুত হবো তখন গর্বের সঙ্গে আবারও আমাদের দলকে এগিয়ে নেবো। আপনারা সবাই শক্ত থাকুন। আমাদের প্রার্থনায় বাংলাদেশিরাও আছেন।’