জেগে ওঠো কর্ণফুলী

19

 

কুয়াশার আস্তরন ভেদ করে কর্ণফুলী যেনো
একটু একটু করে জেগে উঠলো।
নেভাল টু থেকে প্রিয় নদীর নাব্যতা খুব
স্পষ্ট নয় একটা ।
ক্ষীণকায় শীর্ণকায় ম্র্রীয়মান কর্ণফুলী এখন
যেনো জৌলুসহীন বৌয়ের মতো ঘোমটা পরে দাঁড়িয়ে।
তাকে টেনে তুলে সগৌরবে আপন স্বস্তিত্বে
ফিরিয়ে দেবার প্রয়াস কোথায়।
সূর্যটা মাথা তুলে ছায়া ফেললো নদীতে
একটু শীতল একটু উষ্ণতায় গা ভিজিয়ে ভটভটি সাম্পান
সওয়ারি নিয়ে ছুটে চলে ওপারে।
পাওয়ার ফুল চশমার ভেতর থেকে চোখ ধাঁধিয়ে
কর্ণফুলী যেনো কালের গহব্বর থেকে পুনরায় জন্ম
নেবার আকুতি জানায়।