জেএসডি’র পতাকা উত্তোলন দিবসের সভা

70

১৯৭১ সনে ২রা মার্চ তৎকালীন ডাকসু’র ভিপি আ স ম আব্দুর রব ঐতিহাসিক স্বাধীনতার পতাকা উত্তোলন করেন, সম্মিলিত প্রচেষ্টায় এদেশে জনগণ স্বাধীনতা আদায়ে নিজের তৈরী করে। আজ দেশ স্বার্বভৌম অর্জন করেছে। এই দিবসটি উদযাপন উপলক্ষে গত ২ মার্চ বিকাল ৩টা চট্টগ্রাম জেলা ও মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নেতৃবৃন্দের নেতৃত্বে একটি র‌্যালি নগরীর ডিসি হিল থেকে শুরু করে চেরাগি পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২ মার্চ পতাকা উত্তোলন দিবসকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হউক। বক্তারা আরো বলেন, দেশের প্রচলিত শাসন ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি, সরকারের সেবা মূলক প্রতিষ্ঠানগুলি গণমুখী নয়, তাই শ্রীঘ্রই জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশকে স্বাধীনতার অর্জিত লক্ষে পৌছাতে হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশ গঠন, স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা, সংবিধানের সংশোধন, তদুপরি রাষ্ট্রকাটামোর আমুল সংস্কার প্রয়োজন। চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে র‌্যালীতে অংশ নেন মহানগর জেএসডি সভাপতি মুজতবা কামাল, এমএ বাতেন বিপ্লব, মো. আবু তাহের, অধ্যাপক মো. ইসহাক চৌধুরী, মির্জা আকবর, মো. ইয়াকুব, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, শফিউল আলম খোকন, আমান উল্লাহ খান, শ্যামল বিশ্বাস, আবদুল মালেক গাজী প্রমুখ। বিজ্ঞপ্তি