জেএসইউএস’র বার্ষিক কর্মী সম্মেলন

17

১৯৯৭ সালে ঝরে পরা সব শিশুদের নিয়ে যাত্রা শুরুর দিন থেকে নিরবচ্ছিন্ন সংগ্রাম এখনো অব্যাহত আছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম সহ দেশের অন্যান্য প্রান্তে তৃণমূল অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাস্তবায়িত কাজগুলো আজ দৃশ্যমান। সম্ভাবনাময়ী ও আলোকিত অনেক উদাহরণ তৈরি হয়েছে মাঠের কার্যক্রমে। শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, শিশু সুরক্ষা, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের দল, সংগঠনগুলো আজ প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। উপকারভোগীরা আজ নিজেদের অধিকারের কথা নিজেরাই বলতে পারছে। কর্মীদের অক্লান্ত পরিশ্রমের বদান্যতায় সাফল্যের সিঁড়ি বেয়ে জেএসইউএস এগিয়ে যাচ্ছে নিরন্তর গতিতে। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতাই মুখ্য হয়ে জনগণের সঠিক আস্থাভাজন হতে পেরেছে। গতকাল সকাল থেকে বিকেল অবধি লাভলেনস্থ মোমেনা মেনোর কমিউনিটি সেন্টারে ইস্যুভিত্তিক প্রশিক্ষণ, কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা ও প্রকল্প উপস্থাপন ও প্রশ্নোত্তর নিয়ে বেসরকারি মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন-২০২২ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সকালে জেএসইউএস সহকারী পরিচালক (ক্ষুদ্র ঋণ ও হিসাব বিভাগ) শহীদুল ইসলামের সঞ্চালনায় ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীনের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়। প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশ্লেষণ করে আগামী দিনের কর্ম পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরা হয়। বিকেলে সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত প্রকল্পভিত্তিক উপস্থাপন, কেস স্টাডি তুলে ধরা, তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রশ্নোত্তর পর্বটিতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। জেএসইউসের বিভিন্ন প্রকল্পের কর্মী সমাবেষ্টিত এই পর্বে সংস্থার চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অন্যান্যদের মধ্যে দিকনির্দেশানমূলক বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি কবি গল্পকার বিপুল বড়–য়া, সহ সাধারণ সম্পাদক ছাবের আহমেদ, কোষাধ্যক্ষ পান্নালাল বড়–য়া, কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সালমা আক্তার, শিরিন আক্তার। সারাদিনের বিভিন্ন সেশন কার্যক্রমে বক্তব্য দেন সংস্থার সহকারী সমন্বয়কারী মধু পুরোহিত, এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার শারমীন পারভীন, প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা কার্যক্রম) মুনজিলুর রহমান, ইসিবিআইডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মীর্জা বদরুল ইসলাম বেগ, ফিজিথেরাপিস্ট আম্বিয়া খাতুন, সিবিআইডি ফ্যাসিলিটের প্রভাষ চন্দ্র রায়, কমিউনিটি মোবিলাইজার কাম জুনিয়র অফিসার মোহাম্মদ রুবেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএমএফপি প্রকল্প থেকে বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ^াস, মনসুরাবাদ শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দেব,পটিয়া শাখা ব্যবস্থাপক রূপক কান্তি দাশ, চান্দগাঁও শাখা ব্যবস্থাপক সেলিম আল মামুন, কোরবানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মিনুয়ারা বেগম, ইসিবিআইডি প্রকল্প থেকে মোহাম্মদ রাশেদ আলী, মোহাম্মদ ইকরাম আলী, শিক্ষা প্রকল্প থেকে জাফরীন চৌধুরী, নাসরিন সুলতানা, সুজন তালুকদার, সাবরীন ফারহানা, সিও বাবুল দে, মোহাম্মদ আজিজ, অজিত দাশ, লায়লা আক্তার, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ রমজান আলী, পার্বতী চক্রবর্তী, প্রবাল কান্তি দে, রুমা আক্তার, মোহাম্মদ জিসান খান, অরণ্য দেব, এস এস ওয়াহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। সবশেষে সভাপতি জেএসইউএস প্রতিষ্ঠাতা উন্নয়ন সংগঠক ইয়াসমীন পারভীনের বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি